আমরা পাসপোর্ট এর আবেদন করার পর বার বার জানার চেষ্টা করি পাসপোর্ট হয়েছি কিনা। পাসপোর্ট হয়েছে কিনা তা জানার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন হয় কিন্তু তা খুবই কষ্টসাধ্য। বর্তমান এই ডিজিটাল প্রযুক্তির যুগে ঘরে বসেই পাসপোর্ট হয়েছি কিনা তা চেক করা যায়। আজকে আমরা জানবো কিভাবে অনলাইনে পাসপোর্ট চেক করা যায়।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪ ঃ
অনলাইনে নিজের পাসপোর্ট চেক করার জন্য বাংলাদেশ সরকার কতৃক
ওয়েবসাইট http://passport.gov.bd/ -এ
প্রবেশ করতে হবে। এবং আবেদন করার পর প্রাপ্ত Application ID দিয়ে
অনলাইনে পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে পারবেন। সরকার কতৃক ওয়েবসাইট ছাড়াও মোবাইল এর এসএমএস এর
মাধ্যমে পুরোনো পাসপোর্ট এর মেয়াদ জানতে পারবেন।
অনলাইনে পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানতে আপনাকে কিছু ধাপ অনুসরণ
করতে হবে নিম্নে তা ক্রমানুসারে দেখিয়ে দেওয়া হলো।
১ম ধাপঃ একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
আপনার ফোন বা ল্যাপ্টপে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন যেমন : Google
Chrome
এরপর বাংলাদেশ সরকার কতৃক ওয়েবসাইট http://passport.gov.bd/ এ প্রবেশ করুন।
২য় ধাপঃ Application Status অপশনে ক্লিক করুন।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
http://passport.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করার পর স্ক্রিনে উপরে দেখতে পাবেন Application Status নামে একটি অপশন সেখানে ক্লিক করতে হবে।
৩য় ধাপঃ Enrolment ID অপশনে আপনার প্রাপ্ত ডেলিভারি স্লিপ এ উল্লেখিত আইডি নং টি লিখুন।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
৪র্থ ধাপঃ Date Of Birth অপশনে আপনার জন্ম নিবন্ধন
অনুযায়ী জন্ম তারিখ টি লিখুন।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
৫ম ধাপঃ Captcha বক্সে উপরে উল্লিখিত কোড টি লিখুন
।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
৬ষ্ট ধাপঃ Search অপশনে ক্লিক করুন।
অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪
এই ৬ টি ধাপ অনুসরণ করার পর আপনি অনলাইনে নিজের পাসপোর্ট চেক করতে পারবেন।
ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের এই timesforlearn.com এর ব্লগ পোস্ট পড়ার জন্য ইনশাআল্লাহ এবার থেকে আপনারা অনলাইনে নিজের পাসপোর্ট চেক করতে পারবেন।