হাফহাতা শার্ট বা গেঞ্জি পরে কি সালাত আদায় করা যাবে?
সালাত আদায় করার মানে হচ্ছে মহান আল্লাহ তায়ালার সামনে উপস্থিত হওয়া। তাই সর্বদা মার্জিত পোশাকে সালাত আদায় করা উত্তম, আমরা যখন কোনো যায়গায় বেড়াতে ও আত্মীয় স্বজন এর সাথে দেখা করতে যাই অথবা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উত্তম কাপড় পরিধান করে উপস্থিত হই। ঠিক তেমনি সালাত আদায় করার সময় উত্তম কাপড় পড়া উচিত। যে কাপড় পরে সম্মানিত ব্যক্তি আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত অথবা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না, তা পরে সালাত আদায় করা উচিত নয়।
Table Of Contents :
হাফহাতা শার্ট বা গেঞ্জি পরে কি সালাত আদায় করা যাবে?
মহান আল্লাহ তা‘আলা সূরা আ’রাফ এর ৩১ নম্বর আয়াতে
বলেন: يَا بَنِي
آدَمَ خُذُوا
زِينَتَكُمْ عِندَ
كُلِّ مَسْجِدٍ
- ‘হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে।
হযরত মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন : عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ مِنْهُ شَيْءٌ- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘উভয় কাঁধে কাপড়ের অংশ না রেখে তোমাদের কেউ যেনো এক কাপড়ে সালাত আদায় না করে!’ (বুখারি, হা/৩৫২; মুসলিম, হা/৫১৬)
তাই যেই কাপড় গুলোতে কাঁধ
খোলা থাকে যেমন স্যান্ডো গেঞ্জি, এ ধরনের কাপড় গুলো পরিধান করে
নামাজ পড়া মাকরূহ। জামার হাতা অথবা কোনো অংশ ভাঁজ দিয়ে নামাজ পড়া নিষেধ। হাফহাতা-শার্ট বা গেঞ্জি পরিধান করে
সালাত আদায় করা নিষিদ্ধের আওতায় পড়ে না- যদি তা পরিষ্কার ও
সামাজিক অনুষ্ঠানে
ব্যবহারযোগ্য হয়। অন্যথায় মাকরূহে তানযিহি হবে।
অনেকেই স্পোর্টস ড্রেস
পরে নামাজ আদায় করে থাকেন, মাঝে মাঝে স্পোর্টস ড্রেস এ নাস্তিক খেলোয়াড়দের নামও লেখা থাকে অথবা ছবি থাকে। এমন গেঞ্জি বা টি-শার্ট পরে সালাত আদায় সালাতের
ভাব-গাম্ভীর্য নষ্ট করে, মসজিদে এ ধরণের পোষাক পরে সালাত আদায়
করলে পেছনে মুসল্লীদের মনযোগও বিঘ্নিত হতে পারে। তাই এসব পোশাকেও সালাত আদায় করা অনুচিত।, আমরা যেই পোশাক পরে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত কিংবা
গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে যেতে সংকোচ বোধ করি, সে পোশাকে
মহান আল্লাহর সামনে (সালাতে) কিভাবে দাঁড়াবো! রদ্দুল মুহতার: ১/৬৪১;
সবাইকে মনযোগ সহকারে পড়ার জন্য
ধন্যবাদ। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে
বুঝার ও পড়ার ও আমল করার তৌফিক দান করুক (আমিন)।