ইসলাম শান্তির ধর্ম, ইসলামে রয়েছে শৃঙ্খলা। যা মানুষকে সুপথে চলতে সহায়তা করে। মহান আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের সেরা সৃষ্টি আশরাফুল মাকলুকাত মানুষ। আল্লাহ মানুষকে তৈরী করেছেন সুন্দর থেকে সুন্দরতম করে। এক হাদিসে এসেছে নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা সুন্দর,
কোন দোয়া পড়লে চেহারা সুন্দর হয় | চেহাড়া সুন্দর করার আমল ও দোয়া
মহান আল্লাহ তায়ালা সৌন্দর্য পছন্দ করেন। আমরা মানুষ সৌন্দর্যকে ভালোবাসি। আমরা সবাই সুন্দর হতে চাই। কিন্তু মহান আল্লাহ তায়ালার কাছে রূপের সৌন্দর্যই আসল সৌন্দর্য না । ইমান এবং আমলের সৌন্দর্যই আসল সৌন্দর্য। হাদিস শরিফে হযরত মোহাম্মদ রাসুলুল্লাহ সা. বলেন,
নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা তোমাদের দেহগঠন এবং রূপের সৌন্দর্য দেখেন না। তিনি তোমাদের হৃদয়ের সৌন্দর্য দেখেন। আমাদের উচিত চেহারার সৌন্দর্যের প্রতি অধিক মনোযোগ না দিয়ে অত্মিক সৌন্দর্য হাসিলে চেষ্টা করা আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন। (আমিন)
চেহাড়া সুন্দর করার আমল ও দোয়া রয়েছে যেগুলো করলে আত্মার সৌন্দর্যের সাথে দৈহিক ও চেহারা সুন্দর হয়। তার মধ্যে অন্যতম হলো আমরা যখন নিজের চেহারা আয়না দেখি, তখন বলাঃ
‘আল্লাহুম্মা হাস্সানতা খালকি; ফা আহসিন খুলুকি।’
অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো; কাজেই (এভাবে) আমার চরিত্র সুন্দর করে দাও’ (ইবনে হিব্বান, মিশকাত)
১. ইসলামী শরিয়ত মানা।
২. হালাল হারাম মানা।
৩. নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ পুরুষ হলে জামাতে নারী হলে ঘরে আদায় করা।
৪. সদা সৎ ভাবে থাকা।
৫. নিয়মিত দোয়া ও যিকর পাঠ করা।
৬. মিসওয়াক করা।
৭. সবসময় সুন্নত মেনে চলার চেষ্টা করা।
প্রত্যেক মানুষের উচিত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা।
আল্লাহ তায়ালা আমাদের বুঝার এবং মেনে চলার তাওফিক দান করুক। আমিন।